ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে চীনা টিকার পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাজিলে চীনা টিকার পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ কথা জানিয়েছে। একজন টিকা গ্রহণকারীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে চীনা ঔষধ কোম্পানী সিনোভেক বায়োটেকের করোনাভ্যাক টিকা সম্পর্কে এই ঘোষণা এমন দিনে এলো যেদিন মার্কিন কোম্পানী ফাইজার তাদের তৈরি টিকার কার্যকারিতা ৯০ শতাংশ বলে দাবি করেছে।

ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা আনভিসা এক বিবৃতিতে বলেছে, গত ২৯ অক্টোবর টিকার মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তারা এর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। তবে সংস্থাটি ঘটনার জোর তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, সিনোভেক, ফাইজার ও অক্সফোর্ডেও টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এই তিনটি টিকারই পরীক্ষা ব্রাজিলে চালানো হচ্ছে।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ব্রাজিলে। এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি