ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১০ নভেম্বর ২০২০

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তবে শারীরিক কোনো জটিলতা না থাকায় তিনি হোম আইসোলেশনে আছেন।

আজ মঙ্গলবার কবির বিন আনোয়ারের একান্ত সচিব (পিএস) এস এম সাদিক তানভীর এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘সম্প্রতি স্যার করোনায় আক্রান্ত হন। তবে তার কোনো জটিলতা নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।’

এ বছরের জুন মাসে বিসিএস ৭ম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা কবির বিন আনোয়ারকে জ্যেষ্ঠ সচিব করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২০১৮ সালে সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।

১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন কবির বিন আনোয়ার। এরপর বিভিন্ন দপ্তরসহ প্রধানমন্ত্রীর কার্যালয়েও দায়িত্ব পালন করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি