ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজাহিদুল ইসলাম সেলিম করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ৩০ নভেম্বর ২০২০ | আপডেট: ০৮:৩৯, ৩০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি ডা. চন্দ্রশেখর বালার তত্ত্বাবধানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি জানান, গত কয়েকদিন ধরে মুজাহিদুল ইসলাম সেলিমের জ্বর ছিলো। শনিবার তার টেস্ট করা হয়। রবিবার রাতে রিপোর্ট আসে যে- তিনি করোনা পজেটিভ।

তিনি আরও জানান, বর্তমানে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রয়োজনে হাসপাতালেও ভর্তির প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, ছাত্র জীবন শেষে সেলিম পার্টি-জীবনকে বেছে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ক্ষেতমজুরদের সংগঠিত করার কাজে মনোযোগ দেন। তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত শতাব্দীর নব্বইয়ের দশকে শুরুর দিক থেকে সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১২ সালে পার্টির দশম কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি