ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ায় গণহারে করোনার টিকা প্রদান শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৫:৪১, ৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নিজ দেশের আবিষ্কৃত করোনার টিকা স্পুটনিক ভি মানব শরীরে ৯২ শতাংশ কার্যকর বলে আগেই দাবি করেছিল রাশিয়া। এবার গণহারে সে টিকা প্রয়োগ শুরু করেছে দেশটি। 

কয়েক দফা ট্রায়েলে অনেকটা সফল হওয়ায় টিকা প্রয়োগের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যেই বিপুল পরিমাণে টিকা উৎপাদনের কাজ শুরু হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই দুই মিলিয়ন ডোজ তৈরি করবে রাশিয়া। এর আগে পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। সবাই মিলে কাজ করে সাফল্য আসবে বলে আশাবাদী ডেপুটি প্রাইম মিনিস্টার টাটিয়ানা গোলিকোভা।

এর আগে গোলিকোভা জানিয়েছিলেন, ডিসেম্বরে রাশিয়ায় গণ-টিকা শুরু হবে। সে অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে সংশ্লিষ্টরা। 

দেশটির সরকার বলছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে। এছাড়াও এই টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকরি।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-ভি ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।

‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ বলেছেন, ‘মস্কো তার অন্যান্য বিদেশি দেশগুলোর জন্য আগামী বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি করোনার ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা ৫০০ মিলিয়নেরও বেশি লোককে টিকা দেওয়ার পক্ষে যথেষ্ট।’

দেশটিতে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ৪০১ জন মানুষ। এর মধ্যে স্বাভাবিক চিকিৎসায় ১৮ লাখ ৩০ হাজারের বেশি রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৪১ হাজার ৫৩ জনের। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি