ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাল থেকে ব্রিটেনে ভ্যাকসিন কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৭ ডিসেম্বর ২০২০

বিশ্বে প্রথম ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় ব্রিটেন। গত সপ্তাহে অনুমোদনের পর দেশটিতে আগামীকাল মঙ্গলবার থেকে জাতীয়ভাবে এই ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হবে। খবর বিবিসি’র।

ভ্যাকসিন কার্যক্রমকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের ভ্যাকসিন কার্যক্রম হিসেবে অভিহিত করা হয়েছে।
করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে এই ভ্যাকসিন পাবেন।

ইংল্যান্ডে ভ্যাকসিন দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে আগামীকাল থেকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।

গত বুধবার (২ ডিসেম্বর) জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দেয় বরিস জনসনের সরকার। এর একদিন পরই গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে যুক্তরাজ্যে পৌঁছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের করোনা ভ্যাকসিন। ড্রাই আইস দিয়ে সংরক্ষণ করে বেলজিয়ামের গবেষণাগার থেকে ব্রিটেনে পৌঁছে ফাইজারের এ ভ্যাকসিন।

বেলজিয়াম থেকে ইউরোটানেল হয়ে কয়েকটি ট্রাকে করে ব্রিটেনে ঢোকে এ ভ্যাকসিন। এর পর সেগুলোকে ইংল্যান্ড, ওয়েলেস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরেজে পাঠানো হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি