ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শিক্ষামন্ত্রী দীপু মনি করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৭ ডিসেম্বর ২০২০

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার (৫ ডিসেম্বর) থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। রোববার (৬ ডিসেম্বর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিরা মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। গতকাল রাতে তার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

আবুল খায়ের আরও বলেন, ঠাণ্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই। তিনি বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনা করেছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর সভাপতি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন।

উল্লেখ‌্য, সম্প্রতি করোনায় আক্রান্ত হন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি