ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও ভয়ানক হয়ে উঠছে করোনা, মৃত্যু সাড়ে ১৫ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ার এখনও এক বছর পূর্ণ হয়নি। ইতিমধ্যে ভাইরাসটির তাণ্ডবে সাড়ে ১৫ লাখ মানুষ পৃথিবী ছাড়া হয়েছেন। এর মধ্যে গত একদিনেই ৮ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে ভয়ংকর হয়ে উঠছে সংক্রমণও। নতুন করে সোয়া ৫ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।  অন্যদিকে, আগের চেয়ে সুস্থতা বাড়লেও মোট আক্রান্তের তুলনায় তা পিছিয়ে। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২০৯ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৮১৯ জনে। নতুন করে ৮ হাজার ১০৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪৯ হাজার ৮০৭ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ২০ হাজার ২৯৯ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ  অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৪৩ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৭ লাখ ৪ হাজার।  মৃত্যু হয়েছে এক লাখ ৪০ হাজার ৯৯৪ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৬ লাখ ২৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৪ লাখ ৮৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৫৯৭ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৯৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৫ হাজার ৫২১ জনের।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্পেন ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে ছয়ে উঠেছে ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় গত ৬ নভেম্বর থেকে সেখানে লকডাউন জারি হয়েছে, যা নতুন করে আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ৪২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬০ হাজার ৬০৬ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৭ লাখ ৩৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬১ হাজার ৪৩৪ জনের। 

স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ১৬ হাজার ছুঁই ছুঁই।  প্রাণহানি ঘটেছে ৪৬ হাজার ৬৪৬ জনের। 

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১১ লাখ ৭৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৭১৭ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৮৭৪ জনের।

 এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি