ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডিসেম্বরেই কানাডা ফাইজারের ভ্যাকসিন পাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ৮ ডিসেম্বর ২০২০

ফাইজার ও তার অংশীদার বায়োএনটেক ডিসেম্বরেই তাদের টিকার প্রথম চালান কানাডা পাঠাবে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার এ ঘোষণা দেন। সিটিভিনিউজ এবং কানাডার সরকারি ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকার আগাম সরবরাহের বিষয়ে ফাইজারের সাথে আমাদের সমঝোতা হয়েছে। এখন এ মাসেই ফাইজার ২ লাখ ৪৯ হাজার ডোজ টিকা সরবরাহ করবে।
প্রথম চালান আগামী সপ্তাহেই এসে পৌঁছাবে বলে তিনি জানান। টিকার আরো লাখ লাখ ডোজ ২০২১ সালের মধ্যে আসতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বখ্যাত পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, কানাডায় এ পর্যন্ত চার লাখ ২৩ হাজার ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১২ হাজার ৭৭৭ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি