ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ থেকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১৪ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জরুরি অনুমোদনের পর এবার ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ থেকে দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে। এর আগে গত শনিবার ফাইজারের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে গত কয়েক দিন থেকেই ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাপক চাপের মুখে ছিল এফডিএ। সংস্থাটির প্রধান স্টিফেন হানকে এর অনুমোদন দিতে, না হয় পদত্যাগ করতে বলা হচ্ছিল। করোনার বিরুদ্ধে এ ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে ইতিমধ্যেই প্রমাণ পাওয়া গেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এক দিনেই দেশটিতে ৩ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিন্সের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক দিনে মৃত্যুর এই সংখ্যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। গত নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বিশ্বে করোনার প্রাদুর্ভাবের প্রায় এক বছর হয়ে গেল। প্রথমবার চীনে করোনা সংক্রমণ ধরা পড়লেও এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। সংক্রমণ ও মৃত্যুতে সবাইকে ছাড়িয়ে অনেক দিন ধরেই শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৫ হাজার ৮২ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৯৬ লাখ ৪৪ হাজার ৩২৫ জন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি