ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার টিকা নিলেন পেন্টাগন প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ১৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের কাতারে দাঁড়ালেন পেন্টাগন প্রধান ক্রিস্টোফার মিলার। তিনি সোমবার দেশবাসীকে উদ্ধুদ্ধ করতে ক্যামেরার সামনেই টিকা নেন।

পেন্টাগন থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ক্রিস্টোফার মিলার ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।

পেন্টাগন গত সপ্তাহে ঘোষণা করেছিল পেন্টাগন প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তাগণ স্বেচ্ছায় ও প্রকাশ্যে টিকা গ্রহণ করবেন। টিকার কার্যকারিতা ও নিরাপত্তা বিষয়ে জনগণকে বার্তা দেয়াই তাদের উদ্দেশ্য।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ানোর প্রেক্ষাপটে সোমবার থেকে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মী ও নার্সদের এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে।

বুধবার নাগাদ প্রায় ৩০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় দুই কোটি মার্কিনী টিকা পাচ্ছেন। মার্চের শেষ নাগাদ টিকা পাবেন প্রায় ১০ কোটি আমেরিকান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি