ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে অধ্যাপক ডা. আব্দুল্লাহ জানিয়েছেন, ‘করোনা উপসর্গ দেখা দিয়েছিল। শরীর দুর্বল লাগছিল। টেস্ট করালে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। বাসায় থেকে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আইসোলেশনে থাকাই ভালো হবে। তবে আমার অবস্থা এখনও স্থিতিশীল আছে। কেবল একটু দুর্বল অনুভব করছি।’

ডা. এবিএম আবদুল্লাহর মেয়ে ডা. সাদিয়া সাবাহ বলেন, ‘সর্দি-কাশির পাশাপাশি বাবার কিছুটা শারীরিক দূর্বলতাও রয়েছে। পুরোপুরি সুস্থতার জন্য পরিবারের পক্ষে দেশবাসীর দোয়া চাইছি।’

গত কয়েকদিন থেকেই তিনি সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন। সোমবার তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি