ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৬ লাখ ৮০ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব যেন কোনভাবেই থামানো যাচ্ছে না। গত একদিনেও আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে সাত লাখের বেশি মানুষ। একই সাথে মৃতের সারিতে যোগ হয়েছে আরও ১২ হাজারের বেশি প্রাণ। ফলে প্রাণহানি ১৬ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে আজ। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৬০৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৯ লাখ ৯১ হাজার ৪০৬ জনে। নতুন করে ১২ হাজার ৩৪১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৮০ হাজার ২৯৫ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৩২ লাখ ৬৫ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ১৯ হাজার ৪৮ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ  অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৩৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজার ৮৪৫ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়াল আজ। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত ১ কোটি ৪ হাজার ৮২৫ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৪৫ হাজার ১৭১ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭১ লাখ ৬৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৮৭ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৭ লাখ ৯১ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৯ হাজার ৭৬২ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৪ লাখ ৪৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬০ হাজার ২২৯ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ১৯ লাখ ৮২ হাজার ৯০ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬১০ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৯ লাখ ৭৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৬ হাজার ৫৪১ জনের। 

ইতালিতে এখন পর্যন্ত ১৯ লাখ ২১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৭ হাজার ৮৯৪ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী। 

স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ১৭ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ৪৮ হাজার ৯২৬ জনের। 

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১২ লাখ ৮৯ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ শনিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ২১৭ জনের।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি