ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার ছোবলে পৃথিবী ছাড়া ১৭ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২১ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৩:২৭, ২১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে দেখা দিয়েছিল করোনার প্রাদুর্ভাব। সেখান থেকে এক বছর পূর্ণ হতে এখনও বাকি দশদিন। এরই মধ্যে বিশ্বের ১৭ লাখ মানুষের প্রাণ নিয়েছে ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৭১ লাখের অধিক। যার সবচেয়ে ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ এশিয়ার ভারত।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৭৫৬ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৭ হাজার ৯৪১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৯৯ হাজার ১৪৭ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৪০ লাখ ৭৮ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৩৪ হাজার রোগী। 

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৬৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৮৬৯ জনের। 

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৫৬ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮৪৩ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭২ লাখ ৩৯ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৭৩ জনের। 

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৮ লাখ ৪৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৮৫৮ জন। পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৪ লাখ ৭৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬০ হাজার ৫৪৯ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২০ লাখ ৪০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৭ হাজার ৪০১ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২০ লাখ ২৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৭ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৮ হাজার ৭৯৯ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সোমবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১৩ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ২৮০ জনের।

এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি