ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার লাতিন আমেরিকায় করোনার টিকা প্রদান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২৫ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার পর এবার লাতিন আমেরিকায় করোনার টিকা প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার অদৃশ্য করোনা ভাইরাসকে রুখে দিতে লাতিন আমেরিকার দেশ মেক্সিকো, কোস্টারিকা ও চিলিতে এই গণ টিকাদান শুরু করে। একই দিনে তিন দেশেই টিকাদান কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, মহামারীতে বিপর্যস্ত অঞ্চলটিতে শুরুতেই টিকা পায় মেক্সিকো, কোস্টারিকা ও চিলি। 

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা দেওয়া হচ্ছে লাতিন আমেরিকার এ তিন দেশের মানুষকে। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে এ টিকা উদ্ভাবন করে ফাইজার। প্রথম চালানে তিন হাজার ডোজ ফাইজারের টিকাটি পায় মেক্সিকো। মৃতের তালিকায় বিশ্বের চতুর্থতম স্থানে আছে দেশটি। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন অন্তত এক লাখ ২১ হাজারের বেশি মানুষ।

মেক্সিকোকে দিয়ে লাতিন আমেরিকায় টিকা দেওয়া শুরু হয়। বৃহস্পতিবার অল্প সময়ের মধ্যে চিলি ও কোস্টারিকার মানুষও টিকা গ্রহণ করে।

আর্জেন্টিনাও আগামী কয়েক দিনের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু করবে। তবে দেশটি বেছে নিয়েছে রাশিয়ার টিকা। স্পুটনিক-ভি নামে টিকাটির ৩০ হাজার ডোজের প্রথম চালান বৃহস্পতিবার সকালে রাজধানী বুয়েন্স আয়ার্সে এসে পৌঁছায়।
সূত্র : বিবিসি
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি