ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৩০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৬ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৫:৩৯, ২৬ ডিসেম্বর ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৮ জনে।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৮ হাজার ৯৯ জনের।

এদিকে ঠিক যখন করোনাকে রুখতে ভ্যাক্সিন তৈরি হয়ে গেছে এবং প্রয়োগ চলছে মানুষের শরীরে তখন ইউরোপের আটটি দেশে ভিওসি-২০২০১২ নামে বিবর্তিত নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানস ক্লুগ এ খবর জানিয়েছেন।

টুইটারে দেয়া এক পোস্টে ক্লুগ লিখেছেন, ‘হু ইউরোপিয়ান অঞ্চলের আটটি দেশে কোভিড-১৯ এর নতুন ভ্যারাইটি ভিওসি-২০২০১২/০১ শনাক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় দশ দিন পরে ১৮ মার্চ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি