ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দক্ষিণ কোরিয়ায় প্রথম ভিন্নধর্মী করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ২৮ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২৩:৪০, ২৮ ডিসেম্বর ২০২০

দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি ব্রিটেনে সংক্রমনের অনুরূপ ভিন্ন ধরণের করোনাভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানিয়েছে, এই তিন ব্যক্তি লন্ডন ভিত্তিক পরিবারের সদস্য। ২২ ডিসেম্বর তারা দেশে আসে। কেডিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আসার পর কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ ধরা পড়ায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

এ মাসের শুরুর দিকে ভাইরাসের নতুন ধরণটি ব্রিটেনে এবং ইতোমধ্যে বেশ ক’টি ইউরোপীয় দেশ ও পাশাপাশি কানাডা, জর্ডান এবং জাপানে ছড়িয়ে পড়েছে। আরও বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞদের আশঙ্কার প্রেক্ষিতে সংক্রমণ প্রতিরোধে ৫০ টিরও বেশি দেশ ব্রিটেনের উপর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে। দক্ষিণ কোরিয়াও সংক্রমণ প্রতিরোধে ব্রিটেন থেকে বিমান আসা নিষিদ্ধ করেছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি