বছরের প্রথম দিনে মৃত্যু ১৭, আক্রান্ত ৯৯০
প্রকাশিত : ১৬:৪৬, ১ জানুয়ারি ২০২১
নতুন বছরের প্রথম দিনে দেশে আরও ১৭ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৭৬ জনে ঠেকেছে। নতুন প্রাণ হারাদের মধ্যে ১০ জন পুরুষ, বাকিরা নারী।
একই সাথে এদিন করোনা শনাক্ত হয়েছে ৯৯০ জনের। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি-তে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে বেঁচে ফেরার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক শূন্য ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৮৮২ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৩ হাজার ৪১১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ২৪ হাজার ৭৬৬ জনে ঠেকেছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৫২ হাজার রোগী।
এআই//