ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তুরস্কেও করোনার নতুন প্রজাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ২ জানুয়ারি ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংকটাস্থায় গোটা বিশ্ব। এর মাঝেই আতঙ্ক বাড়িয়েছে করোনার নতুন প্রজাতি। যা অন্তত ১৫টি দেশে শনাক্ত হয়েছে। এবার এ তালিকায় নাম লেখাল তুরস্ক। 

দেশটিতে ১৫ জনের শরীরে করোনার নতুন এই স্ট্রেইনের অস্তিত্ব পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারেত্তিন কোজা এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। 

টুইট বার্তায় তুর্কি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ব্রিটেনে করোনা নতুন প্রজাতি ছড়ানোর পর আমাদের দেশে তদন্ত চালাই এবং ১৫ জনের শরীরে সেটির অস্তিত্ব পাওয়া গেছে। যারা প্রত্যেকই ব্রিটেন থেকে ফিরেছেন। তবে এ বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘ভাইরাসটির নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পরপরই ব্রিটেন থেকে দেশে ফেরা আপাতত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আক্রান্তদের যারা সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

গত বছরের ১১ মার্চ দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ছয় দিন পর ১৭ মার্চ ভাইরাসটিতে প্রথম প্রাণহানি ঘটে। মাঝে কিছুটা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাভাবিক জীবনযাপনের ফলে দেশটিতে বর্তমানে প্রতিদিনই কয়েক হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন শত শত ভুক্তভোগী। 

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে সেখানে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ২০ হাজার ৮৫৫ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ২১২ জনের। ফলে মৃতের সংখ্যা ২১ হাজার ৯৩ জনে ঠেকেছে। যদিও সুস্থতার হার আশা জাগাচ্ছে দেশটিকে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত বেঁচে ফিরেছেন ২১ লাখ ১৪ হাজার ৭৬০ জন রোগী। 

এদিকে, বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে চলছে করোনার নতুন ধরনের এই প্রজাতি। এখন পর্যন্ত তিনটি নতুন রূপ শনাক্ত হয়েছে। এই রূপগুলো ইতোমধ্যে বিশ্বের ১৫টি দেশে ছড়িয়েছে। যা খুবই মারাত্মকজনক সংক্রমক, এটি ৭০ শতাংশ পর্যন্ত বেশি ছড়ায়। 

করোনার নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। এরপর বিভিন্ন দেশে এই ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। তুরস্কের আগে সবশেষ মৃত্যুকূপে দাঁড়িয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়। দেশটির কলোরাডো রাজ্যের ২০ বছর বয়সী এক যুবকের শরীরে মিলে তার অস্তিত্ব। বর্তমানে তাকে আইসোলেশনে নিয়েছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।  

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যে শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন রূপ। এ পর্যন্ত দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের শতাধিক জায়গায় শনাক্ত হয়েছে এই ভাইরাস। আক্রান্ত হয়েছে সহস্রাধিক মানুষ।

এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইতালি, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, জাপান, লেবানন, কানাডা, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও  দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে ভাইরাসটির নতুন স্ট্রেন। 

তবে, করোনাভাইরাসের এই নতুন রূপটি খুবই সংক্রামক হলেও এতে মৃত্যুহার বেশি কিনা সেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি