ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার ব্যাপক অবনতি, একদিনে আরও ১৪ হাজার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগের মধ্যেই আরও ভয়াবহ অবনতি হয়েছে করোনা পরিস্থিতির। গত একদিনে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ভাইরাসটিতে। ফলে মৃতের সংখ্যা আজ ১৮ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। একই সাথে সংক্রমণের তুলনায় কম হলেও বেড়েছে সুস্থতা। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৮১ হাজার ১০৩ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ৭৬ লাখ ১৯ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৪ হাজার ১২৬ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৮৯ হাজার ৫৬১ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৬ কোটি ৩১ লাখ ২০ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৫ লাখ ২২ হাজার রোগী। 

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ জনের। 

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৩ লাখ ৯৬ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫০ হাজার ৩৭২ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৮ লাখ ৭৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৪৩ জনের। 

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩৩ লাখ ৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৯ হাজার ৯৫১ জন। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২৮ লাখ ৩৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৭ হাজার ৩৪৬ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৭ লাখ ৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৬ হাজার ৫৬৫ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৭০ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২২ লাখ ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৬ হাজার ৮৭৭ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৬৮৭ জনের।
এআই/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি