ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব যেন থামছেই না। আগের দিনের ন্যায় আজও রেকর্ড প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিন প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে থেমে নেই সংক্রমণও। যা আজ ৯ কোটির ঘরে প্রবেশ করেছে। একই সাথে সুস্থতা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেকটা পিছিয়ে। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৩৬৫ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৭৬৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৪ হাজার ৭৮৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ লাখ ২০ হাজার ৯১৪ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৬ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৯৮ হাজার রোগী। 

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ লাখ ৫৭ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জনের। 

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৪ লাখ ৩২ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫০ হাজার ৮৩৫ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৮০ লাখ ১৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ১ হাজার ৫৪২ জনের। 

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩৩ লাখ ৫৬ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৬০ হাজার ৯১১ জন। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২৯ লাখ ৫৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৯ হাজার ৮৩৩ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৭ লাখ ৪৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৭ হাজার ৪৩১ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৩ লাখ ৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৪৫০ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২২ লাখ ৩৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৭ হাজার ৯১১ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ শনিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৭৩৪ জনের।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি