ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানিতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ১০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানিতে লণ্ডভণ্ড দেশটি। গত একদিনেও যেখানে আড়াই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যু ৩ হাজারের বেশি মার্কিনির। তবে ভিন্নচিত্র সুস্থতায়। সংক্রমণের তুলনায় যা বহু পিছিয়ে। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৯ হাজার ৫১৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৩৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৮১ হাজার ৪৮০ জনে ঠেকেছে। 

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৮ জনে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৮২ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬১ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৫২৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৪ লাখ ৬৪ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২২ হাজার ৮১৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১১ লাখ ৫০ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৯ হাজার ৪৪৭ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১০ লাখ ২৪ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ২১০ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৪৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১১ হাজার ৪৫৭ জনের। 

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৭২২ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৫ লাখ ৭৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৯৩৩ জনের। 

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের  মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি