ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুবলীগের সাধারণ সম্পাদক করোনা ভাইরাসে আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১৫ জানুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৪৯, ১৫ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফল হাতে পেলে এ খবর জানতে পারেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

তিনি বলেন, মাইনুল হোসেন খান নিখিল সোমবার থেকে শরীরে জ্বর অনুভব করছিলেন। এরপর বুধবার করোনা ভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল দেন। বৃহস্পতিবার তার হাতে পজেটিভ রিপোর্ট আসে। 

আক্রান্ত হলেও শরীরিক কোন জটিলতা নেই বলেও জানান তিনি।

জয়দেব নন্দী আরও বলেন, তিনি চিকিৎসকের পরামর্শে বাসায়ই ‘আইসোলেশনে’ রয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি