ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকোয় করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ২৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

করোনার ভয়াবহ তাণ্ডব দেখছে মেক্সিকো। যা থেকে রেহাই মেলেনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও। তবে গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যু। তারপরও এদিন সাড়ে ৮ হাজার করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে ৬৫৯ জনের। এতে করে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে আজ। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৭১ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৬৫৯ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৭৩ জনে ঠেকেছে।

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১৩ লাখ ৩৫ হাজার ৮৭৬ জন। 

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ পেরলো। 

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। 

বিশ্বে বাংলাদেশ সময় আজ রোববার সকাল ৯টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ২ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৪ লাখ ৪৯ হাজার ৭৩ জন মানুষ। 

একই সময়ে প্রাণ গেছে আরও ৯ হাজার ৫৯৭ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ৪৮ হাজার ৬৫০ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ কোটি ২২ লাখ ৭৩ হাজার ভুক্তভোগী। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি