ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকোয় আজও দেড় হাজার মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানিতে চরম সংকটে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। যেখানে টিকা প্রয়োগেও বাগে আনা যাচ্ছে করোনার গতি-প্রকৃতি। গত একদিনেও দেড় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সাথে নতুন করে হানা দিয়েছে ১৮ হাজার মানুষের শরীরে। তবে তুলনা পিছিয়ে সুস্থতার হার। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ২৫ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৫০৬ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ১৪৫ জনে ঠেকেছে। 

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৭৩ জন। 

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ পেরলো। যা থেকে রেহাই মিলেনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও। গত ২৫ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়। 

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। 

বিশ্বে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ২০ লাখ ২৭ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৫ লাখ ৯৫ হাজার ৪৯৭ জন মানুষ। 

একই সময়ে প্রাণ গেছে আরও ১৬ হাজার ১৭৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২২ লাখ ৬৯৮ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ভুক্তভোগী। 
এআই/ এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি