ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘অক্সফোর্ডের ভ্যাকসিন বেশি বয়সীদের জন্য অকার্যকর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৩০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য কার্যকর নয় বলে মনে হচ্ছে।

ইউরোপীয় মেডিসিন্স এজেন্সির সকল বয়সীদের জন্য ভ্যাকসিনটির সুপারিশ করার মাত্র কয়েকঘন্টা আগে ম্যাঁখো সাংবাদিকদের এ কথা বলেন। একই সঙ্গে তিনি ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ দিতে বিলম্ব করায় ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।

শুক্রবার দিন শেষে ইউরোপীয় মেডিসিন্স এজেন্সির ভ্যাকসিনটি নিয়ে সিদ্ধান্ত দেয়ার কথা রয়েছে। 

ম্যাখোঁ আরো বলেন, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের ভ্যাকসিন সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, আজ আমরা মনে করছি ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ‘দৃশ্যত অকার্যকর’।

তবে এ বিষয়ে তার কাছে বিজ্ঞান ভিত্তিক কোন তথ্য নেই বলে তিনি স্বীকার করেন।

আগামী সপ্তাহের শুরুর দিকে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের ভ্যাকসিন সম্পর্কে ফরাসী বিশেষজ্ঞ দলের সিদ্ধান্ত জানা যাবে।

এদিকে জার্মানীর ভ্যাকসিন কমিশন শুক্রবার বয়স্ক ব্যক্তিদের অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহার না করার পরামর্শ অব্যাহত রেখেছে।

কমিশন বলছে, এর কারণ বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট তথ্য নেই।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি