ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১ ফেব্রুয়ারি ২০২১

করোনায় ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৪৩ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৭২ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৮০ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এই মহামারিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ১৩৭ জনে দাঁড়াল।’

এতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরও ৪৪৩ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে দাঁড়াল। গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২০৬ টি ল্যাবরোটরিতে মোট ১২ হাজার ৪৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৯ দশমিক ৬৬ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১ দশমিক ৫২ শতাংশ রোগী মারা গেছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি