ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছুঁই ছুঁই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

মরণঘাতি করোনার লাগাম টেনে ধরতে বিশ্বজুড়ে চলছে টিকা প্রয়োগ। তারপরও থামছে না ভাইরাসটির তাণ্ডব। গত একদিনেও ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ২৩ লাখ ছুঁতে চলেছে। থেমে নেই সংক্রমণও। নতুন করে যার শিকার পাঁচ লাখের বেশি মানুষ। তবে পিছিয়ে সুস্থতা। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫ হাজার ৪৮২ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৫৯৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৪ হাজার ৩৪৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২২ লাখ ৯২ হাজার ৭৪৯ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৭ কোটি ৭২ লাখ ৩১ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৫৭ হাজারের বেশি রোগী। 

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৭৪ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৮ জনের। 

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৮ লাখ ৩ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৬২ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৯৩ লাখ ৯৮ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ৮৮৩ জনের। 

রাশিয়ায় এখন পর্যন্ত ৩৯ লাখ ১৮ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হাজার ২০৫ জনে ঠেকেছে। 

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৩৮ লাখ ৯২ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ১০ হাজার ২৫০ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩২ লাখ ৭৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৭ হাজার ৯৫২ জনের।

স্পেনে করোনার শিকার ২৯ লাখ ৪৩ মানুষ। সুস্থতার দেখা না মিললেও ঘটছে প্রাণহানি। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬০ হাজার ৮০২ জনে ঠেকেছে। 

ইতালিতে এখন পর্যন্ত ২৫ লাখ ৯৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯০ হাজার ২৪১ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৫ লাখ ৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৬৭ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৩০ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ১৭৫ জনের।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি