ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান ডব্লিওএইচও’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২১

দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের মৃদু ও মাঝারি মাত্রার করোনা ভাইরাস মোকাবেলায় অক্সফোর্ডের টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে, এমন দাবি করেছে তারা। এ কারণে দেশটি অ্যাস্ট্রাজেনকা/ অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করেছে। এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জোর দিয়ে বলেছে, বিশ্বে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনও মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের টিকা। তাই এখনই এটি বাতিল না করার আহ্বান তাদের।

এর আগে জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটাস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের মৃদু ও মাঝারি মাত্রার করোনা ভাইরাস মোকাবেলায় এ টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে। এ কারণে দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনকা/ অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করে।

দেশটিতে আগামী কয়েকদিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেয়ার কাজ শুরুর কথা ছিল। 

তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রী জুয়েলি মিখাইজ একে সাময়িক ব্যাপার বলে মন্তব্য করেছেন।

কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই) এর প্রধান রিচার্ড হ্যাটচেট বলেছেন, এই টিকা বাতিল করার বিষয়টি খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে।

মহামারি বিষয়ে সংস্থার দ্বি-সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কার্যকরভাবে আমাদের কাছে যা আছে এবং যা সম্ভবত আমরা পারি, তার ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনার টিকা সরবরাহে কাজ করা কোভ্যাক্স মূলত অক্সফোর্ডের টিকাকেই গুরুত্ব দিচ্ছে।

এদিকে, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড নিজেদের টিকার পক্ষ নিয়ে দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থতাতেও কার্যকর।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি