ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

করোনার টিকা নিলেন রাঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২১

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা আজ মঙ্গলবার সকালে সংসদ মেডিকেল সেন্টারে করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

বাংলাদেশের সহস্রাধিক হাসপাতালে একযোগে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাক্সিন গণ-টিকাদান কর্মসূচি।

এই টিকাটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কার করা এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা। ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গণ-টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ভ্যাকসিন গ্রহণ শেষে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলেরই এই ভ্যাক্সিন গ্রহণ করা জরুরি।’

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেডিকেল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি