ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

একদিনে নিভে গেল আরও ১৩ হাজার প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে টিকা প্রয়োগের পরও থামানো যাচ্ছে না করোনায় মৃত্যু। নতুন করে ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। তবে আশা জাগাচ্ছে সুস্থতা। আগের তুলনায় যা বেড়েছে কয়েকগুণ। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৫৭৫ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৩ হাজার ২৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ লাখ ৭৭ হাজার ২২৬ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৮ কোটি ৪ লাখ ৬৪ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৩৭ হাজারের বেশি রোগী। 

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ২ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৯২২ জনের। 

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৮ লাখ ৮০ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৮৪ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৯৭ লাখ ১৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯৭ জনের। 

রাশিয়ায় এখন পর্যন্ত ৪০ লাখ ২৮ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৬৮৭ জনে ঠেকেছে। 

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৩৯ লাখ ৯৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ১৫ হাজার ৫২৯ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৪ লাখ ৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮০ হাজার ৮০৩ জনের।

স্পেনে করোনার শিকার ৩০ লাখ ৪১ হাজার মানুষ। সুস্থতার দেখা না মিললেও ঘটছে প্রাণহানি। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৪ হাজার ২১৭ জনে ঠেকেছে। 

ইতালিতে এখন পর্যন্ত ২৬ লাখ ৮৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯২ হাজার ৭২৯ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৫ লাখ ৬৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮৭ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৫৩১ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ২৪৮ জনের।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি