দেশে আরও ১৫ জনের প্রাণ কেড়েছে করোনা
প্রকাশিত : ১৬:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৩২৯ জনে ঠেকেছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯১ জন। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৪২ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৬৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জনে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২১৪টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৬৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৩ দশমিক শূন্য ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
এআই//