ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে একদিনে ঝরল আরও ৯ হাজার প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বের দুইশ’র বেশি দেশে ছড়িয়ে পড়া করোনায় নতুন করে প্রাণহানি ঘটেছে ৯ হাজারের বেশি মানুষের। থেমে নেই সংক্রমণও। গত একদিনে যার শিকার সাড়ে তিন লাখ মানুষ। এদিনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৫৭৫ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৯ হাজার ৩৯২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৫৯ হাজার ৪৩৬ জনে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৯ কোটি ১১ লাখ ১ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৮৬ হাজার রোগী। 

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৭১ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৯ হাজার ২১৪ জন মার্কিনির। 

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ১১ লাখ ৩৯ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৩৮৫ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৬ লাখ ৪৮ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জনের। 

রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ ৬৮ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৮৯৬ জনে ঠেকেছে। 

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৮৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২৩ হাজার ২৯৬ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৭ লাখ ৮৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৭ হাজার ২২০ জনের।

স্পেনে করোনার শিকার ৩১ লাখ ৩০ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৯ হাজার ৮০১ জনে ঠেকেছে। 

ইতালিতে এখন পর্যন্ত ২৯ লাখ ৫৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৮ হাজার ২৮৮ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৭ লাখ ২৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০৬ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৯৮ হাজার ৩৯১ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৪২৩ জনের।
এআই/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি