ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিকা নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবেন। বুধবার (১০ মার্চ) বিকাল ৫টায় বঙ্গভবনে ভ্যাকসিন নেবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস আজ মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানায়।

উল্লেখ্য, গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

দেশে এ পর্যন্ত ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন পুরুষ এবং ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন নারী রয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি