ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সস্ত্রীক করোনায় আক্রান্ত ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২১ মার্চ ২০২১

সস্ত্রীক ইমরান খান

সস্ত্রীক ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে আক্রান্ত হওয়ার পর এবার করোনার শিকার হয়েছেন তার স্ত্রী বুশরা বিবিও। ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটে বলা হয়েছে, দেশটির ফার্স্ট লেডি বুশরা বিবি করোনায় আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এর আগে, গত ১৮ মার্চ কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন ইমরান খান। এর দুইদিন পর অর্থাৎ ২০ মার্চ তার করোনা শনাক্তের খবর প্রকাশ হয়। 

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, শুক্রবার (১৯ মার্চ) ইমরান খান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।

এদিকে, টিকা নেয়ার মাত্র দুই দিনের মাথায় পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। সূত্র: ডন নিউজ

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি