ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় এ বছরে সর্বোচ্চ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২৭ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এসময়ে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৬৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।

এর আগে গত ২০ ডিসেম্বর করোনায় মারা যান ৩৮ জন। আজ শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭১ জন। যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) দেশে করোনা শনাক্ত হয় ৩ হাজার ৭৩৭ জনের দেহে। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয় ৩৩ জনের।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৭ মার্চ) বিকেল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৯৩৮ জন। এরমধ্যে মারা গেছেন ২৭ লাখ ৮১ হাজার ৯৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২২ লাখ ৫৯ হাজার ২৯৫ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি