ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যুও সর্বোচ্চ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে এবং মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে।

আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত হয় গত বছরের ২ জুলাই, ৪ হাজার ১৯ জনের শরীরে। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ মার্চ) বিকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৯৭ হাজার ৬৬৩ জনের। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৩৫৮ জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি