ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

আরও ৪৫ জনের প্রাণহানি, শনাক্ত ৫০৪২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৩০ মার্চ ২০২১ | আপডেট: ১৭:২৮, ৩০ মার্চ ২০২১

চলমান মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল সোমবারও প্রাণহানির সংখ্যা ছিল ৪৫। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৯৪-এ। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

এর আগে গতকাল সোমবারও (২৯ মার্চ) দেশে করোনা শনাক্ত হয় ৫ হাজার ১৮১ জনের দেহে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৬ হাজার ৭৬০ জনে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৫৬৭ জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি