ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাজিলে করোনায় মৃত্যু তিন লাখ ৪০ হাজার ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ৮ এপ্রিল ২০২১

ব্রাজিলে বুধবার ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে তিন হাজার ৮২৯ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট তিন লাখ ৪০ হাজার ৭৭৬ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয় জানায়, দেশটিতে একই সময়ে নতুন করে ৯২ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে ব্রাজিলে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৫ জনে দাঁড়ালো।

এনিয়ে গত সাত দিনের হিসাবে গড়ে প্রতিদিন দুই হাজার ৭৫২ জনের মৃত্যু ঘটে এ ভাইরাসে, যা বিশ্বে সর্বোচ্চ। এদিকে মঙ্গলবার প্রতিদিনের মৃত্যুর ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন করোনায় চার হাজার ১৯৫ জন প্রাণ হারায়।

ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্য করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ২৫ লাখ ৭৬ হাজার ৩৬২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭৯ হাজার ৪৪৩ জন ।

এছাড়া দেশটির কমপক্ষে ২১ আঞ্চলিক রাজধানীতে হাসপাতাল বেডের ঘাটতির কারণে তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিশেষকরে অ্যামাজোনাসে সনাক্ত নতুন ভাইরাস ছড়িয়ে পড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন এ ভাইরাস অনেক বেশি সংক্রামক এবং প্রাণঘাতী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি