ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

২৯ লাখ ৬১ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৪:৫৮, ১৩ এপ্রিল ২০২১

ব্রাজিলে ক্রমশই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

ব্রাজিলে ক্রমশই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৮শ ১৭ জনের। যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ব্রাজিলে, ১ হাজার ৭৩৮ জন। এসময়ে বিশ্বে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৭৩৩ জন। টিকা কার্যক্রম চললেও মৃত্যুর মিছিল অব্যাহত থাকায় তাই চরম অস্বস্তিতে বিশ্ববাসী।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৬৪৪ জনে এবং মৃত্যু ছাড়িয়েছে ২৯ লাখ ৬১ হাজার ২৫ জন। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৫ লাখ ২১ হাজার ৫৮ জন।

প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা মার্কিন মুলুকে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫৯৫ জনের।

এদিকে, সংক্রমণে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৪৫৩ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৯ জনের।

সংক্রমণে পিছিয়ে তিনে নামলেও মৃত্যুতে দুইয়ে থাকা দক্ষিণ আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন এবং মারা গেছে ৩ লাখ ৫৫ হাজার ৩১ জন।

আর সংক্রমণে ১৪তম স্থানে থাকলেও মৃত্যুতে তৃতীয় স্থানে উঠে আসা দক্ষিণ আমেরিকার আরেক দেশ মার্কিন সীমান্তবর্তী মেক্সিকোতে এখন পর্যন্ত ২২ লাখ ৮১ হাজার ৮৪০ জন সংক্রমিত হলেও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৭০২ জনে।

আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে চতুর্থ স্থানে উঠে বসা ইমান্যুয়েল ম্যাক্রোর ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৫০ লাখ ৬৭ হাজার ২১৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৯ হাজার ১৩৫ জনের।

সংক্রমণে পিছিয়ে পঞ্চম স্থানে জায়গা পেলেও মৃত্যুতে ঠিকই ফ্রান্সের ওপরে পুতিনের রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৪৬ লাখ ৫৭ হাজার ৮৮৩ জন আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬০১ জন।

এছাড়া আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য (মৃত্যু-১ লাখ ২৭ হাজার ১শ) ষষ্ঠ স্থানে থাকলেও ইতালি (মৃত্যু-১ লাখ ১৪ হাজার ৬১২) ও স্পেনকে টপকে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে এরদোগানের তুরস্ক (সংক্রমণ-৩৯ লাখ ৩ হাজার ৫৭৩)। যাতে নবম স্থানে নেমে গেছে স্পেন এবং জার্মানি আছে দশম স্থানে। এছাড়া আক্রান্ত বেড়ে বাংলাদেশের অবস্থান একধাপ কমে ৩৩তম স্থানে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি