ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে একদিনে নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১৫ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:০৭, ১৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে দেশটিতে এটি একটি নতুন রেকর্ড। এদিকে সেখানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বর্তমানে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জনে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট দুই লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে এক দিনে ভারতে নতুন করে আরো এক হাজার ৩৮ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৭৩ হাজার ১২৩ জনে দাঁড়ালো। স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা এ উপাত্ত ২০২০ সালের ৩ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।

করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে টানা ৩৬ দিন ধরে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এর ফলে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে মোট ১৪ লাখ ৭১ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১০.৪৬ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮৮.৩১ শতাংশে দাঁড়িয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি