ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনায় মারা গেলেন শিল্পপতি মাহমুদ আলী রাতুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদ আলী রাতুল। বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান এ তথ্য নিশ্চিত করেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ আলী রাতুল এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদে ছিলেন। রাতুল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।

মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রামে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। নমুনা পরীক্ষায় গত ৩০ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত ২ এপ্রিল বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি