ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টিকার প্রথম ডোজ নেয়ার পর আক্রান্ত হলেও মৃত্যুঝুঁকি কম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২১ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:৫৯, ২১ এপ্রিল ২০২১

কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা নেয়ার পর আক্রান্ত হলেও স্বাস্থ্যঝুঁকি এবং মৃত্যুঝুঁকি কম। এমন দাবি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়-সিভাসু’র গবেষকদের। টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত ২শ’ জনের উপর চালানো গবেষণার তথ্য বলছে, তাদের মধ্যে ৮৮ শতাংশের বেশি রোগীর শ্বাসকষ্ট ছিল না, ৯২ শতাংশ রোগীর অক্সিজেন লাগেনি। 

করোনায় আক্রান্ত রোগীদের প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, হাঁচি ও কাশি। কিছু রোগীর মারাত্মক শ্বাসকষ্টও দেখা যায়। তবে প্রথম টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হলে স্বাস্থ্যঝুঁকি অন্যদের তুলনায় কম দেখা গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়-সিভাসু’র গবেষণায় উঠে এসেছে এ তথ্য। 

সিভাসু’র পরীক্ষাগারে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৬ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমিত শনাক্ত হন ১ হাজার ৭৫২ জন। এর মধ্যে ২শ’ জন ছিলেন টিকার প্রথম ডোজ গ্রহণকারী। তাদের মধ্যে ৮৮ শতাংশের বেশি রোগীর শ্বাসকষ্ট ছিল না, ৯২ শতাংশ রোগীর অক্সিজেন লাগেনি। গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই গবেষণা চালানো হয়। 

সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বলেন, এই ২শ’ জনের মধ্যে ইতিমধ্যে ১৯০ জন নেগেটিভ হয়ে গেছেন। আর ৯ জন আছেন, যারা ৭-৮ দিন হয় আক্রান্ত হয়ে কোভিড পজিটিভ হয়েছেন। তারা সকলেই এখনও সুস্থ হননি কিন্তু তারা বাড়িতে আছেন। ১৯৯ জনের কারোরই আইসিইউ লাগেনি, হাইফো অক্সিজেনও লাগেনি।

গবেষণার তথ্য বলছে, ২শ’ জনের মধ্যে ১৬৫ জনকে হাসপাতালে যেতে হয়নি। ৩৫ জন হাসপাতালে ভর্তি হলেও তাদের মারাত্মক কোনো সমস্যা দেখা দেয়নি। প্রথম ডোজ টিকা গ্রহণের পরও আক্রান্ত রোগীদের মধ্যে কেবল একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সেবা নিতে হয়েছে। 

অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ আরও বলেন, ১৬৫ জনের মধ্যে মৃদু সংক্রমণ ছিল। তাদের লক্ষ্যণও মৃদু, সংক্রমণটাও মৃদু ছিল। এরা কিন্তু বাসায় বসে ভালো হয়েছেন। কোন হসপিটালে যেতে হয়নি অক্সিজেন দিতে হয়নি, তাদের কোন শ্বাসকষ্টও হয়নি। বাকি ৩৫ জন হসপিটালে গিয়েছিলেন। এর মধ্যে শুধুমাত্র ১৬ জন অর্থাৎ ৮%, তাদের অক্সিজেন লেগেছিল কিন্তু অক্সিজেনের মাত্রাটা তাদের কখনও ৯০-এর নীচে নামেনি। 

টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত করা জরুরি, বলছেন সিভাসুর অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। 

সিভাসু উপাচার্য বলেন, যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা কিন্তু মৃত্যুঝুঁকি থেকে বেঁচে গেলেন এবং তাদের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকির তীব্রতা অনেকাংশে কম হয়েছে। অনেকটাই কম।

গবেষণার তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে বয়স ও লিঙ্গভেদে ১২৯ জন আগে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর মধ্যে ৩৬ জন উচ্চ রক্তচাপ, ৩২ জন ডায়াবেটিস ও ৫ জনের অ্যালার্জি ছিলো। আর ৫৫১ জন ছিলেন একাধিক রোগে আক্রান্ত।
দেখুন ভিডিও :

এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি