ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে ১৭৯৫ জন টিকা নিলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২১ এপ্রিল ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে মোট ১৭৯৫ জন কোভিড ১৯ এর টিকা নিয়েছেন। এর মধ্যে ১৬০৪ জন দ্বিতীয় ডোজের এবং ১৯১ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন।

আজ বুধবার পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৯৪৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৬ হাজার ৬৭৫ জন। বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ ২১ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ৩৪ হাজার ১৫৩ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।

বেতার ভবনের ফিভার ক্লিনিকে এ পর্যন্ত ৯১ হাজার ২৬১ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে বুধবার ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ১৯৪ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৪৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৮৪৫ জন। বর্তমানে ভর্তি আছেন ১৮৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।

এদিকে, এই কনভেনশন সেন্টার কেন্দ্রে গতকাল মঙ্গলবার অন্য অনেকের মতো টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা.কামরুল হাসান খান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা.মাসুদা বেগম, ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিত চন্দ্র প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি