ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৬ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:৫৮, ২৬ এপ্রিল ২০২১

করোনায় মৃতের কবরের পাশে স্বজনেরা

করোনায় মৃতের কবরের পাশে স্বজনেরা

Ekushey Television Ltd.

দেশে চারদিন পর আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশো পার হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১১ হাজার ৫৩ জনের মৃত্যু হলো।

এ সপ্তাহের শুরুতেই প্রতিদিন একশো জনের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। টানা চারদিন মৃত্যুর হার শতাধিক ঘরের ওপরে থাকার পর নীচে নেমে আসে। তবে কিছুটা কমেছে শনাক্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন কোভিড-১৯ রোগী। ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য জানা গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরেরর তথ্য অনুযায়ী, বর্তমানে নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ১৩.৩৩ শতাংশ।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান:
২৪ এপ্রিল- ৮৩ জন
২৩ এপ্রিল- ৮৮ জন
২২ এপ্রিল- ৯৮ জন
২১ এপ্রিল- ৯৫ জন
২০ এপ্রিল- ৯১ জন
১৯ এপ্রিল- ১১২ জন
১৮ এপ্রিল- ১০১ জন
১৭ এপ্রিল- ১০২ জন
১৬ এপ্রিল- ১০১ জন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। আর এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। 

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ। এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল। তবে এ বছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়। -বিবিসি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি