ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউরোপে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২৯ এপ্রিল ২০২১

চীনের উহান থেকে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে ইউরোপে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। সরকারি উপাত্তের ভিত্তিতে এএফপি বুধবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়া ও আজারবাইজানসহ ইউরোপের ৫২টি দেশে মোট ৫ কোটি ২১ হাজার ৬১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সাত দিনে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮২ হাজার লোক। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৪শ লোক।

ইউরোপের অধিকাংশ দেশে গত দুসপ্তাহে করোনার সংক্রমণ কমে আসায় সেসব দেশের সরকার ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করছে।

ব্রিটেন মার্চ মাস থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজ শুরু করেছে। ইতালিও বার, রেস্টুরেন্ট, সিনেমা ও থিয়েটার আংশিকভাবে খুলে দেয়ার বিষয়টি অনুমোদন করেছে। করোনার বিশ্ব সংক্রমনের এক তৃতীয়াংশ ইউরোপে ঘটেছে। তবে গত এক সপ্তাহে এর হার ছিল ২৪ শতাংশ।

উল্লেখ্য, মহামারি শুরুর পর ইউরোপে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ৯শ লোক মারা গেছে। মধ্য এপ্রিলের পর থেকে ইউরোপে মৃত্যুর সংখ্যাও কমে আসছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি