ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী দৈনিক আক্রান্ত প্রায় ৯ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২ মে ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৮ লাখ ৭০ হাজারের বেশি, আর মোট আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৯ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার প্রকাশিত পরিসংখ্যানে বলেছে, করোনায় দৈনিক ১৪ হাজারের বেশী লোকের মুত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

গতকাল হু জানায়, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৪১৯ জন এবং মোট মৃত্যু ৩১ লাখ ৭৩ হাজার ৫৭৬ জন। দৈনিক আক্রান্ত ৮ লাখ ৭০ হাজার ৪০৫ জন এবং দৈনিক মৃত্যু ১৪ হাজার ৬৬১ জনের।

গতকাল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার ৪৮ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের, এখানে ভারতে একদিনে ৪ লাখ ১৯ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় ২ লাখ ১৯ হাজার ৮০৫ জন এবং ইউরোপে ১ লাখ ৫৫ হাজার ৭৯১ জন আক্রান্ত হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি