ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনা ঠেকাতে টিকার তৃতীয় ডোজ দিচ্ছে ব্রিটেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ৫ মে ২০২১

ইউরোপের দেশ ব্রিটেন এবার ৫০ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের তৃতীয় ডোজ দেওয়া শুরু করতে যাচ্ছে। আগামী বসন্ত ঋতুর আগেই ক্রিসমাসের সময় করোনার হুমকি ঠেকাতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।

মঙ্গলবার (৪ মে) দ্য টাইমস পত্রিকার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উইটির তত্ত্বাবধানে দুটি বিকল্পের পরীক্ষা চলছে এই মুহূর্তে। প্রথমটিতে নতুন ভেরিয়েন্টগুলো মোকাবেলায় বিশেষত সংশোধিত টিকা অন্তর্ভুক্তকরণ। দ্বিতীয়টি হলো ইতিমধ্যে ব্যবহৃত তিনটি সংস্করণ (ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মোদারনা) এর মধ্যে একটির তৃতীয় ডোজ।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখের বেশি মানুষ।

যুক্তরাজ্যে সরকারি পরিসংখ্যানে মঙ্গলবার দেখা গেছে, দেশটিতে মোট ৩৪.6 মিলিয়নেরও বেশি লোককে প্রথমবারের মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইতিমধ্যে আটটি কোভিড-১৯ ভ্যাকসিন কোম্পানির সঙ্গে ৫১০ মিলিয়ন ডোজের চুক্তি রয়েছে ব্রিটেনের। যার মধ্যে কয়েকটি আগমনের অপেক্ষায় আছে। বর্তমানে ভ্যাকসিন কর্মসূচিতে তিনটি কোম্পানি যুক্ত আছে।

গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক একটি চুক্তিতে বলেছিলেন যে, এই বছরের শেষের দিকে বুস্টার প্রোগ্রামের আগে ডোজ সরবরাহ দ্বিগুণেরও বেশি করা হবে।

ব্রিটেন এখন ফাইজার ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি