ভারতে একদিনে মৃত্যু আরও ৪ হাজার!
প্রকাশিত : ০৯:৩০, ৬ মে ২০২১ | আপডেট: ০৯:৩১, ৬ মে ২০২১
মহামারী করোনাভাইরাসের সংক্রমণে টানা কয়েক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ভয়াবহরকম বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা তো আগের সব রেকর্ডকে হার মানিয়েছে। সর্বশেষ পরিসংখ্যানে দৈনিক মৃত্যুও বেড়ে প্রায় ৪ হাজার ছুঁইছুঁই।
আন্তর্জাতিক পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন সর্বোচ্চ ৪ লাখ ১২ হাজার ৬ ১৮ জন এবং মৃত্যু হয়েছে সর্বাধিক ৩ হাজার ৯শ ৮২ জনের। যা নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৫১ জনে।
প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। গতকাল তো সেই সংখ্যা প্রায় ৪ হাজারে গিয়ে ঠেকেছে।
ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় এক দেড় লাখ। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৭১ হাজার ৬২৫ জনে।
এনএস/