ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দেশে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়ালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১১ মে ২০২১

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জনে। একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩০ জন। যা নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন। 

এর আগে সোমবার (১০ মে) মারা যান ৩৮ জন, আর শনাক্ত হন ১ হাজার ৫১৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৩ লাখ ১৯ হাজার ২৮৪ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ১৮৬ জনে। 

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন এবং চিকিৎসাধীন রয়েছেন এক কোটি ৮০ লাখ ১৪ হাজার ৫৬৭ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি