ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনার ভ্যাকসিন নিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৩ মে ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসাস করোনাভাইরাস রোধে টিকা গ্রহণ করেছেন। তিনি টুইটারে এক ঘোষণায় দেশে যদি ভ্যাকসিন পাওয়া যায় তাহলে করোনাভাইরাসের বিরুদ্ধে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান জানান।

তিনি লিখেছেন, ‘আজ আমি করোনার বিরুদ্ধে ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন জীবন বাঁচায়। আপনি যে দেশে আছেন, সেখানে যদি ভ্যাকসিন পাওয়া যায় তাহলে ভ্যাকসিন নিয়ে নিন।’

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীন থেক করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, ১১ মার্চ ২০২০ হু এটিকে মহামারি হিসাবে ঘোষণা দেয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি